২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

সময়: মঙ্গলবার, জুন ৯, ২০২০ ৬:৩৩:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- দেশবন্ধু পলিমার, যমুনা ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, এসকে ট্রিমস এবং গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশবন্ধু পলিমার : দেশবন্ধু পলিমার লিমিটেডের বোর্ড সভা আগামী ১৪ জুন দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ওই সভায় ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এর আগের প্রান্তিকে (অক্টোবার,১৯-ডিসেম্বর,১৯) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ০.০৩ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ০.১২ পয়সা।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স : গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১৪ জুন দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ৩৯ পয়সা।

যমুনা ব্যাংক : যমুনা ব্যাংক লিমিটেডের বোর্ডসভা আগামী ১৬ জুন বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ, ২০২০ ও ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। ২০১৮ সালে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
মেঘনা পেট্রোলিয়াম : মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বোর্ড সভা আগামী ১৫ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
কোম্পানিটি আগের প্রান্তিকে (আক্টোবর-ডিসেম্বর,১৯) শেয়ার প্রতি আয় করেছিল ৬ টাকা ১৯ পয়সা। আর বছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছিল ১৩ টাকা ৭৫ পয়সা।

এসকে ট্রিমস : এসকে ট্রিমস লিমিটেডের বোর্ড সভা আগামী ১৫ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ, ২০২০ ও ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
কোম্পানিটি আগের প্রান্তিকে (আক্টোবর-ডিসেম্বর,১৯) শেয়ার প্রতি আয় করেছিল ৭১ পয়সা। আর বছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩৬ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯২ বার পড়া হয়েছে ।
Tagged