walton,

ওয়ালটনের লেনদেন শুরু ৩৭৮ টাকায় : মার্জিন সুবিধা বন্ধ

সময়: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২০ ১১:৪৫:৪৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দুই স্টক এক্সচেঞ্জে আজ বুধবার ’এন’ ক্যাটাগরিতে ৩৭৮ টাকা দরে শেয়ার লেনদেন শুরু হয়েছে প্রকৌশল খাতের নতুন কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এ কোম্পানির শেয়ার ক্রয়ে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ১০টা ৪৩ মিনিটে শেয়ারটির দর ১২৬ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি ১০ বারে ১১৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫০ হাজার টাকা।
প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে ওয়ালটন হাইটেকের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/২০০৯-১৯৩/১৭৭ 177 and BSEC Order No. SEC/CMRRCD/২০০৯-১৯৩/১৭৮ এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ তারিখ : ২৭/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন লেনদেন শুরু বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৬৯ বার পড়া হয়েছে ।
Tagged