মার্চেন্টাইল ব্যাংকের বন্ড ইস্যু ও মিউচুয়াল ফান্ডে স্পনসর করার সিদ্ধান্ত

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২০ ১১:২৬:৩৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মার্চেন্টাইল ব্যাংক ৭০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে ৫০ কোটি টাকা স্পনসর করবে কোম্পানিটি।
বুধবার (১৪ অক্টোবর। এ কোম্পানির ৩৭২তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ২০১৪ সালের ডিসেম্বরে ঝুঁকিভিত্তিক মূলধন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকাগুলোর সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের ব্যাসেল-৩ সমর্থন করার জন্য অতিরিক্ত টায়ার -১ (এটি -১) এর অতিরিক্ত মূলধন হিসাবে এ বন্ড ইস্যু করবে। নিয়ন্ত্রক সংস্থাদের অনুমোদনের প্রেক্ষিতে বন্ডটি ইস্যু করা হবে।

এদিকে, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে ৫০ কোটি টাকা স্পনসর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যাংকটি “মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড” এর নামে একটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে ৫০ কোটি টাকা স্পনসর করবে। ব্যাংক ফান্ডের কমপক্ষে ১০% এর গ্রাহক হবে। ফান্ডের অবশিষ্ট অংশ বাজার থেকে উত্তোলন করা হবে।
এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসাবে নিয়োগ দেওয়া হবে। এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য আবেদন করা হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫৭ বার পড়া হয়েছে ।
Tagged