দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড

সময়: শনিবার, এপ্রিল ৩, ২০২১ ১১:৫২:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ইউনিটটির দর ২৮.৩৬ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে ইউনিটটি সর্বমোট ৬ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫৯ লাখ ৫২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৭৬ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকা।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৩ লাখ ৫৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নিটল ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রহিমা ফুড কর্পোরেশন ও হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮৯ বার পড়া হয়েছে ।
Tagged