কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য জমার সময় বেড়েছে

সময়: বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১ ৭:৪৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূল্য সংবেদনশীল তথ্য নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়ার সময় লকডাউনের কারণে ২৫ মে পর্যন্ত বর্ধিত হয়েছে। এর পাশাপাশি তথ্য প্রদানে কিছু শর্তও শিথিল করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
গত ১১ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) কোম্পানি লিস্টিং রেগুলেশন আইন ও সিকিউরিটিজ অন্যান্য আইনে তথ্য দাখিলের বিধিবদ্ধ নিয়ম পরিপালনে সাময়িক শিথিলতার আবেদন জানিয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন বলেন, লকডাউনের কারণে মূল্য সংবেদনশীল তথ্যসহ কিছু নিয়ম পরিপালনের সময় শিথিল করা হয়েছে। আমাদের আবেদনে বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন বাড়লে এ সময় সীমা আরও বাড়ানোর অনুরোধ রয়েছে আমাদের তরফ থেকে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ৫৫৮ বার পড়া হয়েছে ।
Tagged