সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সময়: শনিবার, জুলাই ৩১, ২০২১ ১:৫০:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন। টাকার অংকে লেনদেনও বেড়েছে কিছুটা। তবে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমেছে ১৪.৯৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১৭ দশমিক ৯০ পয়েন্ট বা ১ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫২ দশমিক ৯৭ পয়েন্ট বা ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২ হাজার ৩২৭ দশমিক ৮৮ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ৪১.৬৮ পয়েন্ট বা ৩ দশমিক ০৭ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ১৬৭টির। আর ১১টির দাম ছিল অপরিবর্তিত।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৫ কর্মদিবস লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ৪ কর্মদিবস লেনদেন হয়েছিল। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ১ হাজার ৪২৫ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ১৩৩ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৬ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪৭৭ টাকার। এই হিসাবে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১৪.৯৬ শতাংশ।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন হয়েছে ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৬৫ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪২২ কোটি ১৮ লাখ ৩১ হাজার টাকার বা ৬.৩০ শতাংশ লেনদেন বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫৯ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ২০৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৭২৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৪৩ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৭৭ টাকা বা ১২৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৬৩ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৫.৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪২.৫৯ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৫.৮৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং সিএসআই ১৮.২৮ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৯০.২৫ পয়েন্ট, ১ হাজার ৩৫০.৮৬ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ১৭৭.৭০ পয়েন্টে। অপর সূচক সিএসই-৩০ সূচক ৯৬.৪৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৭.১১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৪৩.০৬ শতাংশের দর বেড়েছে, ১৬৬টির বা ৪৮.৯৭ শতাংশের কমেছে এবং ২৭টির বা ৭.৯৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯৬ বার পড়া হয়েছে ।
Tagged