পুরোপুরি চালু হচ্ছে মুন্নু গ্রুপের ২ কোম্পানির কারখানা

সময়: বুধবার, সেপ্টেম্বর ৮, ২০২১ ২:৫৭:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে পুরোপুরি চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের দুই কোম্পানির কারখানা। কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিক এবং মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনা মহামারি পরিস্থিতির কারণে ২০২০ সালের ১০ এপ্রিল থেকে অস্থায়ীভাবে বন্ধ করা হয় মুন্নু সিরামিক এবং মুন্নু এগ্রোর কারখানা। এরপর একই বছরের ২৩ জুন উভয় কোম্পানির কারখানা আংশিক চালু করা হয়। আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে কোম্পানি দুইটির কারখানা পুরোপুরি চালুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭৯ বার পড়া হয়েছে ।
Tagged