সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

সময়: শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১ ১:২২:৩৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৫-৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭০৮ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ১৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.১০ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কোম্পানিটির ৫৬ লাখ ৮৯ হাজার ৩৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৩ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। কোম্পানিটির ৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০৩ কোটি ৪৯ লাখ ১৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ৩০৩ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৯১ কোটি ২৭ লাখ ১২ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২৫৭ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৯০ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকার, ডরিন পাওয়ারের ১৯০ কোটি ১১লাখ ৯২ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১৮৭ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার এবং শাহজিবাজার পাওয়ারের ১৬০ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৫৯ বার পড়া হয়েছে ।
Tagged