সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

সময়: সোমবার, অক্টোবর ১১, ২০২১ ৪:৪৫:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (১১ অক্টোবর) সূচকের কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

বাজার পর্যালোচনায় দেখা যায, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩৪৫.৫৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৮.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৭৫৭.২৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ০.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৯৬.৬৪ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৭টির, কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

ডিএসইতে এদিন ৪০ কোটি ৪০ লাখ ৩৮ হাজার ৯১৮টি শেয়ার ২ লাখ ৫৫ হাজার ৮০৫বার হাতবদল হয়, যার বাজামূল্য এক হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার ৮২৯ টাকা ৪০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ১১৪ কোটি ৭৯ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৮২ হাজার ৮৭০ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ১৫৪ টাকা ৯৮ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৭৫.৫৬ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির দর বেড়েছে, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। এদিন সিএসইতে এক কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৯৫৫টি শেয়র ২১ হাজার ৮৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭২ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ১৯৪ টাকা ২০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৪০ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৬৭০ টাকা।

শেয়ারবাজার২৪

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮৭ বার পড়া হয়েছে ।
Tagged