৩০ টাকা ইস্যু মূল্যের এনভয় টেক্সটাইলের ১ টাকা লভ্যাংশ দিতেই রিজার্ভ ব্যবহার

সময়: মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১ ২:৩২:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজারে উচ্চ দরে শেয়ার ইস্যু করে এনভয় টেক্সটাইল। তবে এখন সেই কোম্পানিকে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ দিতে গিয়েই রিজার্ভ ব্যবহার করতে হচ্ছে।

কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে আসে। ওইসময় প্রতিটি শেয়ার ৩০ টাকা করে ইস্যুর মাধ্যমে ৯০ কোটি টাকা সংগ্রহ করে। এতে প্রতিটি শেয়ারে ২০ টাকা করে মোট ৬০ কোটি টাকার প্রিমিয়াম সংগ্রহ করে। কিন্তু সেই কোম্পানি সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় মাত্র ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। যা ইস্যু মূল্য বিবেচনায় ৪ শতাংশেরও কম বা ৩.৩৩ শতাংশ।

এনভয় টেক্সটাইলের সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৫৬ টাকা হিসেবে ৯ কোটি ৩৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা হিসাবে (অন্তর্র্বতীকালীন ৫% সহ) মোট ১৬ কোটি ৭৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৭ কোটি ৩৮ লাখ টাকা রিজার্ভ থেকে দেওয়া হবে।

এদিকে কোম্পানিটির আইপিও পূর্ব ২০১০-১১ অর্থবছরের ৪.৪২ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে নেমে এসেছে ০.৫৬ টাকায়। ১০ বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩.৮৬ টাকা বা ৮৭ শতাংশ।

এনভয় টেক্সটাইলকে শেয়ারবাজারে আনার ক্ষেত্রে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস। এরসঙ্গে সহযোগি ইস্যু ম্যানেজার হিসেবে ছিল আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, ১৬৭ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের এনভয় টেক্সটাইলে ৩৬৪ কোটি ৮১ লাখ টাকার রিজার্ভ রয়েছে। এ কোম্পানিটির সোমবার (১১ অক্টোবর) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৪৭ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯৩ বার পড়া হয়েছে ।
Tagged