সূচক কমলেও বেড়েছে লেনদেন

ফের পতনের কবলে শেয়ারবাজার

সময়: বুধবার, অক্টোবর ১৩, ২০২১ ৪:২৭:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আবারও ধারাবাহিক পতনের কবলে পড়েছে দেশের শেয়ারবাজার। টানা তিন কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে দরপতন হয়েছে শেয়ার বাজারে। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৪৮.৪৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.৪৪ পয়েন্ট এক হাজার ৫৬৬.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৭১৭.৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬ টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ডিএসইতে এদিন ৪২ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার ৪৮০টি শেয়ার ২ লাখ ৫৮ হাজার ২৫৩বার হাতবদল হয়, যার বাজারমুল্য এক হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ ১৭ টাকার ৯০২ টাকা ৩০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ৮৯ কোটি ১৯ লাখ টাকা বেশি।

আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৪ হাজার ৬৮৯ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৩০৩ টাকা ৪২ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৮.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২.৭৮ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। সিএসইতেএদিন এক কোটি ৭৮ লাখ ১৩ হাজার ১৬৬টি শেয়ার ২০ হাজার ৭২০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬১ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৯৮৭ টাকা ৮০ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯৭ বার পড়া হয়েছে ।
Tagged