সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১ ৪:৪৯:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (২১ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন কমেছে, যা ১৬১ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। ডিএসইতে আজ ৬৫২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল লেনদেন হয়েছিল ৬০২ কোটি টাকার।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.৭০ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে ছয় হাজার ৭৫৭.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৮৮ পয়েন্ট বা ০.২৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৮৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩৬.৫৩ পয়েন্ট এবং দুই হাজার ৫৩৮.৫১ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনেেদন অংশ নেয়া ৩৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৬টির বা ৪৬.৫৬ শতাংশ, কমেছে ১৪৭টির বা ৩৮.৮৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি বা ১৪.৫৫ শতাংশের।

ডিএসইতে আজ ১৫ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫১২টি শেয়ার এক লাখ ৫৮ হাজার ৭৪৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৫২ কোটি এক লাখ ৬৪ হাজার ৭২৩ টাকা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৩ হাজার ২০০ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৮৯৬ টাকা ১১ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৪.১৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৮০.৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। আজ সিএসইতে এক কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৪টি শেয়ার ১৯ হাজার ৯১১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৪ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৩১ টাকা ৬০ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬২ বার পড়া হয়েছে ।
Tagged