জেএমআইয়ের আইপিও আবেদনে টাকার পরিমাণ কমেছে

সময়: সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১ ১০:৪১:০৭ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিডিংয়ে অংশগ্রহণের জন্য যোগ্য বিনিয়োগকারীদের সর্বনিম্ন আবেদনসীমা ৫০ লাখ টাকা থাকলেও এ কোম্পানির ক্ষেত্রে সে নিয়ম সংশোধন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ায় থাকা কোম্পানিটির বিডিং আগামী ৯ জানুয়ারি শুরু হবে।
২০ লাখ টাকা হলেই এ কোম্পানির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা অংশগ্রহণ করতে পারবেন বলে নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। আজ অনুষ্ঠিত বিএসইসির ৮০৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আবেদনের প্রেক্ষিতে জেএমআই হসপিটালের বিডিংয়ে সর্বনিম্ন আবেদনসীমা ৫০ লাখ টাকা হতে ২০ লাখ টাকা করা হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৯০ বার পড়া হয়েছে ।
Tagged