সূচক কমলেও বেড়েছে লেনদেন

ধারাবাহিক দরপতন দিয়ে সপ্তাহ শুরু

সময়: রবিবার, মে ১৯, ২০২৪ ৪:৩৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ ১৯ মে ধারাবাহিক দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন ব্যাপক দরপতনের মধ্যে টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮৬.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩১ পয়েন্টে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪০৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৭৯ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২ টির, কমেছে ৩৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দাম বেড়েছিল ৫৮টির, কমেছিল ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

 

Share
নিউজটি ২৩৩ বার পড়া হয়েছে ।
Tagged