আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য পদে পরিবর্তন আসছে কী?

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ৬:১২:১১ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলে দেশ পরিচালনার দায়িত্বে আসা অন্তর্র্বতী সরকারের সংস্কারের প্রতিশ্রুতির মধ্যে পদত্যাগ, নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আসছে একের পর এক। আর্থিক খাতেও ব্যাপকভাবে বয়ে যাচ্ছে এই পরিবর্তনের ঝড়। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নরসহ, উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান।

এদিকে পর্যায়ক্রমে প্রশাসনের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। চুক্তিতে নিয়োগপ্রাপ্তদের তালিকাও হয়েছে ইতিমধ্যে।সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া নিয়ে প্রশাসনের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সরকারের সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনায় যেসব বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে অবিলম্বে তা বাতিল করা হবে, বাকিগুলোও পর্যায়ক্রমে বাতিল হবে।

সরকারের এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম,বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়াসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

চুক্তি বাতিল হওয়া অন্য সচিবেরা হলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম, সড়ক, পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী, এবং নির্বাহী সদস্য (সচিব) মো. খাইরুল ইসলাম, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।
এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

ইতিমধ্যে পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সংস্থাটির দুই কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেহেতু রাজনৈতিক বিবেচনায় দেয়া সব চুক্তিভিত্তিক নিয়োগ সরকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের(আইডিআরএ)চেয়াম্যানসহ সদস্য পদগুলোতেও যেকোনো সময় পরিবর্তন আনা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বীমা খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। এখানেও সংস্কার আনতে অন্তর্র্বতীকালীন সরকার বদ্ধপরিকর। অন্তর্র্বতীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও সাংবাদিকদের জানিয়েছেন, আর্থিক খাতে যারা কেলেঙ্কারি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র জানায়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইন অনুযায়ী সংস্থাটির শীর্ষ পদে একজন চেয়ারম্যান এবং একজন করে প্রশাসন, আইন, লাইফ ও নন-লাইফবিষয়ক চারজন সদস্য রয়েছে।

এরমধ্যে বর্তমান আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।

২০২৫ সালের জুনে তার এই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী প্রাক্তন সচিব মোহাম্মদ জয়নুল বারী (পরিচিতি নং-৪১২২) কে তার অবসরোত্তর ছুটির অবশিষ্টাংশ বাতিল এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে সর্বশেষ তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) পদে চলতি বছরের ২৫ জানুয়ারি চুক্তিতে নিয়োগ পান অবসরোত্তর ছুটিতে থাকা সাবেক অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন।

বিশ্বজিৎ ভট্টাচার্য খোকনকে অবসরোত্তর ছুটির অবশিষ্ট অংশ বাতিল এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে নিয়োগ প্রদান করা হয়।

২০২২ সালের ২৩ জুন কামরুল হাসানকে সদস্য (লাইফ) এবং নজরুল ইসলামকে সদস্য (নন-লাইফ) পদে চুক্তিতে নিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। দুজনকেই তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নন-লাইফ সদস্য মো. নজরুল ইসলাম এক্সপ্রেস ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত ছিলেন।

লাইফ সদস্য কামরুল হাসান এর আগে প্রটেক্টিভ লাইফ ইনস্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ (সাবেক এনআরবি লাইফ) ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সে কাজ করেছেন। পদ্মা ইসলামী লাইফে ২০১৬ সালে একবার মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ অনুমোদন করেও ঋণখেলাপি থাকার কারণে পরে প্রত্যাহার করে নেয় আইডিআরএ।

২০২৩ সালের ৩০ মে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ)’র সদস্য হিসেবে দ্বিতীয় দফায় নিয়োগ পান কর্তৃপক্ষের সদস্য (আইন) মো. দলিল উদ্দিন। পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই পদে চুক্তিতে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এর আগে ২০২০ সালের ১০ জুন নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সদস্য হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে সময় তাকে ৩ বছর মেয়াদের জন্য নিয়োগ দেয়া হয়।

Share
নিউজটি ৩৯১ বার পড়া হয়েছে ।
Tagged