শেয়ারবাজার সংস্কার ধীরে নয়, দ্রুত করুন

সময়: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১:৪৪:৫৮ অপরাহ্ণ

যেভাবে শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হচ্ছে তাতে বেশিদিন লাগবে না আবারও বিনিয়োগকারীরা রাস্তায় নামতে বাধ্য হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান বিনিয়োগকারীদের প্রতি আন্তরিক। তিনি বিগত সময়ের শেয়ারবাজারে যে ভুলগুলো হয়েছিল তার সংশোধন করে নতুন একটি শেয়ারবাজার উপহার দেবেন সেই প্রত্যাশাই করা হচ্ছে। তবে শেয়ারবাজার সংস্কারের যেন ধীরগতিতে না হয়। শেয়ারবাজার দেশের বাইরের কিছু নয়।

এ বাজারেও সংস্কার করতে হবে। বর্তমানে ১৫ লাখ বিও অ্যাকাউন্ট সচল আছে। এর অর্থ এ বাজারে ১৫ লাখ বিনিয়োগকারী ও তাদের পরিবারের সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ বাজারের সঙ্গে আছেন। তাদের প্রতি বিএসইসির দায়িত্ব আছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে স্টেকহোল্ডারদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। কমিশনের কাজকে কাজ হিসেবে না দেখে বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব হিসেবে নিতে হবে।

সৎ, দক্ষ ও যোগ্য লোক দিয়ে অনতিবিলম্বে বিএসইসির বাজার মনিটরিং টিম গঠন করা দরকার। যেখানে শুধু বিএসইসিরই লোক নয়; স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে সিকিউরিটিজ হাউজ, মার্চেন্ট ব্যাংক এমনকি বিনিয়োগকারীদেরও প্রতিনিধি থাকা উচিত। এতে বাজারকে ঘিরে যারাই কাজ করছেন সবমহলেরই বাস্তবিক অভিজ্ঞতা নেওয়া যাবে।

ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) সর্বপ্রথম শেয়ারবাজারের দুর্নীতি ও অনিয়মের চিত্র ধরে দোষীদের শাস্তি দাবি করেছেন। যেহেতু ডিবিএ সরাসরি মার্কেটের সঙ্গে জড়িত। তাই শেয়ারবাজার সংস্কারে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যানকে সবার প্রতি আন্তরিক হতে হবে।

যদি তিনি আগের দুই চেয়ারম্যানের মতো রিজার্ভ হয়ে যান তাহলে এ বাজার ঠিক হবেতো দূরে কথা; আবারও দুর্নীতি ও অনিয়ম শুরু হবে। পার্থক্য শুধু মদের বোতল পরিবর্তন হবে মদ নয়। একজন সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীও যদি বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চায়; তার আকুতি শুনতে হবে।

তবে শেয়ারবাজার সংস্কারে দ্রুত হাত দিতে হবে। এখানে ধীরগতি নীতি ব্যবহার করলে দোষীরা সেটেলমেন্ট পদ্ধতি ব্যবহার করে পার পেয়ে যাবে। আর এই শেয়ারবাজার সংস্কার করতে হবে সর্বপ্রথম নিজের ঘর থেকে। অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থার ভেতরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। বিএসইসির চেয়ারম্যান চাইলে আমাদের সাংবাদিকদের সহায়তা নিতে পারেন। শেয়ারবাজার সংস্কারে ভূমিকা থাকুক সকলের।

Share
নিউজটি ২৫৩ বার পড়া হয়েছে ।
Tagged