স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুতে অনুমতি

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ২:১৫:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত ১২ আগস্ট বন্ড ইস্যুর অনুমতি পায় ব্যাংকটি। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনুমতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যাংকটি ১০০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমতি দিয়েছে।

বন্ডটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে।

বিএসইসির কমিশনার তারিকুজ্জামান পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক : পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তিন মাসের সময় দিয়ে তাকে অব্যাহতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর বিএসইসির কমিশনারদের দায়িত্ব পুনর্বন্টন করে ড. তারিকুজ্জামানকে দপ্তরবিহীন করা হয়।

সম্প্রতি ড. এটিএম তারিকুজ্জামানের বিরুদ্ধে অর্থ উপদেষ্টার কাছে বেশকিছু অভিযোগসংবলিত একটি চিঠি পাঠানো হয়েছিল। অর্থ উপদেষ্টার দপ্তর থেকে সেটি খতিয়ে দেখার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পাঠানো হয়েছিল। এর কয়েকদিন পরেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তারিকুজ্জামানকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিএসইসির কমিশনার হিসেবে এ বছরের ৮ মে চার বছরের জন্য ড. এ টি এম তারিকুজ্জামানকে নিয়োগ দিয়েছিল সরকার। এর আগে তিনি গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন। ডিএসইর এমডি হিসেবে যোগ দেয়ার আগে তিনি বিএসইসিতে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

Share
নিউজটি ২৯৪ বার পড়া হয়েছে ।
Tagged