তথ্য ফাঁসে বিএসইসি ও ডিএসই’র মনিটরিং টিম

সময়: বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ১২:২০:৫৭ অপরাহ্ণ

সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে যদি কেউ শেয়ার ক্রয় বা বিক্রয় আদেশ দেয় তাহলে সাথে সাথে সে তথ্য পাঁচার হয়ে যাচ্ছে। বিষয়টি বেশ উদ্বেগজনক। যদি বিনিয়োগের তথ্য নিরাপত্তা না থাকে তাহলে এ বাজারে কেউ বিনিয়োগ করবে না। আপনার বিনিয়োগ তথ্য একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। যদি কোন শেয়ার কারসাজি হয় তাহলে সেক্ষেত্রে লেনদেনের তদন্ত করা যেতে পারে। কিন্তু কারো স্বাভাবিক লেনদেনের তথ্য অন্য কেউ জেনে যাচ্ছে। সেই তথ্য আবার অন্য কাউকে পাঁচার করছে সেটি খুব অন্যায়।

এখন মার্কেটের লেনদেনের তথ্য কার কাছে থাকে? নিশ্চয়ই সিডিবিএলের কাছে সংরক্ষিত থাকে। কিন্তু সেই তথ্য পাওয়া যায় লেনদেনের পরে। অন্যদিকে লেনদেন চলাকালীন সময়ে সঙ্গে সঙ্গে সেই তথ্য কোথায় পাওয়া যায়? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মার্কেট ওয়াচ মনিটরিং টিমের কাছে। তাদের এখান থেকেই মূলত তথ্য পাঁচার হচ্ছে।

এখন শুটঁকীর বাজারে যদি বিড়াল চৌকিদার হয় তাহলে যা হওয়ার তাই হবে। সরকার পতনের পর শেয়ারবাজারের সংস্কার হয়েছে। ডিএসইতেও পদত্যাগ নাটক করে বিদায় করে নিজেদের ইচ্ছেমতো লোক বসানো হয়েছে। কিন্তু সিডিবিএলে এখনো সংস্কার হয়নি। যেসব কর্মকর্তারা লেনদেনের তথ্য সংগ্রহে দীর্ঘদিন দায়িত্ব পালন করছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত।

এছাড়া বিএসইসির মনিটরিং টিমে এবং ডিএসই’র মনিটরিং টিমে যারা দায়িত্ব পালন করছ তাদের বিরুদ্ধে তদন্ত করা জরুরি হয়ে পড়েছে।

লেনদেন চলাকালীন শেয়ার কেনাবেচা সম্পর্কিত তথ্য ফাঁস হওয়া ঠেকানো খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। চার-পাঁচ বছর আগে সিডিবিএল থেকে লেনদেন শেষের সব তথ্য পাচার হতো। এ নিয়ে তদন্তে দায়ীদের চিহ্নিত করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

কে কখন বিনিয়োগ করবে, এটা তাদের বিষয়। কমিশনের উচিত নয়, কাউকে বিনিয়োগ করতে বাধ্য করা বা কাউকে বিনিয়োগ করতে না দেওয়া। অতীতে এমনটা করে কখনও দর পতন আটকানো যায়নি। বরং কারসাজি নিয়ন্ত্রণ করতে পারলে বাজারে দর পতন নিজে থেকে বন্ধ হবে। বিনিয়োগকারীরা ক্ষতি থেকে বাঁচবেন। যারা আইন-লঙ্ঘন করে শেয়ার কেনাবেচা করে তাদের আটকানোর কাজ করবে বিএসইসি। শেয়ারদর বাড়ানো বা কমানো কমিশনের কাজ হতে পারে না।

বাস্তবতা অস্বীকার করে নিয়ন্ত্রক সংস্থা যদি কোনো বিধিবিধান আরোপ করে, তা দিয়ে শেয়ারবাজারের উন্নয়ন হবে না। দর পতন হলেই অযাচিত হস্তক্ষেপ কাম্য নয়, এটা কখনও ভালো ফল দেয়নি।

Share
নিউজটি ৩৭৩ বার পড়া হয়েছে ।
Tagged