অস্বাভাবিক হারে দর কমায় শোকজ

সময়: মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪ ১:০১:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংসের শেয়ার দর অস্বাভাবিক হারে কমার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, কোম্পানীর শেয়ার দাম কমার কারণ জানতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায়।

ডিএসইর চিঠির জবাবে গত ২১ অক্টোবর কোম্পানিটির পক্ষ থেকে জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে কমে যাচ্ছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৯ অক্টোবর বেস্ট হোল্ডিংসের শেয়ার দাম ছিল ২১ টাকা ৪০ পয়সায়। যা ২১ অক্টোবর লেনদেন শেষে ক্লোজিং দাম হয়েছে ১৮ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির শেয়ার দাম এভাবে কমাকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

Share
নিউজটি ৩৭৯ বার পড়া হয়েছে ।
Tagged