দুই কোম্পানির উৎপাদন বন্ধের তথ্য প্রকাশ

সময়: রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪ ২:০৮:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধের তথ্য জানিয়েছে। কোম্পানি দুইটি হলো : খান ব্রাদার্স এবং লিবরা ইনফিউশন। কারখানা বন্ধের খবর সঠিক নয় বলে জানিয়েছে দুই কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খান ব্রাদার্স জানিয়েছে, ফেসবুকে উৎপাদন বন্ধের যে খবর ছড়ানো হয়েছে, তা সঠিক নয়। কোম্পানির কারখানা কখনো বন্ধ হয়নি। তবে রপ্তানি বন্ধ হয়ে গেছে। বর্তমানে ট্রলিং সিস্টেমে গ্রুপের অন্য প্রতিষ্ঠানের সঙ্গে উৎপাদন কার্যক্রম চলছে। যা সরেজমিনে পরিদর্শনে আমন্ত্রন জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

এদিকে লিবরা ইনফিউশন জানিয়েছে, গত ১৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোম্পানির বন্ধের খবর ছড়িয়ে পড়ে। সরকার বিদ্যুৎ ও গ্যাসের লাইন বন্ধ করে দেওয়ায় এমনটি হয়েছে বলে খবর ছড়ায়। যা সঠিক নয় তবে চলতি মূলধনের অভাবে কোম্পানির উৎপাদন নিম্নমূখী।

Share
নিউজটি ১৬২ বার পড়া হয়েছে ।
Tagged