সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে পৌনে ৭ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে

সময়: শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪ ৭:৩২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ডিসেম্বর) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেন কমলেও সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ফিরেছে পৌনে ৭ হাজার কোটি টাকা। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন মূলধন বেড়েছে ৬ হাজার ৭০৯ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা বা ১.০৩ শতাংশ। অথচ এর আগের সপ্তাহে বাজার মূলধন কমেছিল ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা বা ১.৬৯ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬.১৪ পয়েন্ট বা ২.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২১.৫৭ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৫৬.৪ পয়েন্ট বা ৩.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৮.৩০ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৭.৩১ পয়েন্ট বা ২.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৭.৩৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৩৪.৮১ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬.০৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৭২টি, কমেছে ১৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার শেয়ার ৪ লাখ ৭৮ হাজার ৪৩১বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৮ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা বা ৭.৩৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭০৯ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা বা ১.০৩ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.৬৯ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২২.৬৯ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৪১.৫২ পয়েন্ট বা ১.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৪৩.৫২ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২৭.৬৮ পয়েন্ট বা ২.৫৫ শতাংশ এবং সিএসআই সূচক ৯.৬৩ পয়েন্ট বা ১.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১১১.৫১ পয়েন্টে এবং ৯৩৫.০১ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ২৬৮.২৪ পয়েন্ট বা ২.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৪.১৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৩১টি, কমেছে ১৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৪৩৭ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৬৪৫ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৭৯১ টাকা বা ৭০.১৭ শতাংশ।

 

 

Share
নিউজটি ২০৬ বার পড়া হয়েছে ।
Tagged