নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৭ টাকা ৫৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১৯ টাকা ৪৫ পয়স। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১১৪ টাকা ৪২ পয়সা।
কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি।


