গ্রামীণফোনের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১:৩৪:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৭০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে গ্রামীণফোন লিমিটেড (জিপি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে ২০২৩ সালের জুলাই মাসে গ্রামীণফোন ১৬০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতিমধ্যেই শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে। গত বছরের জন্য মোট ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। ২০২৪ সালের মুনাফা বেড়েছে ১২২.৭৩ শতাংশ।

কোম্পানির পরিচালনা সভা গতকাল তাদের সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ক্যাশ ডিভিডেন্ড ক্যাশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৬.৮৯ টাকা, যা আগের বছরের ২৪.৪৯ টাকার তুলনায় বেশি। একই তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭.৯৫ টাকা।

আগামী ২৩ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে, এবং রেকর্ড তারিখ হিসেবে ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

 

Share
নিউজটি ৩৬৮ বার পড়া হয়েছে ।
Tagged