পুঁজিবাজার উন্নয়নে করণীয় নির্ধারণে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএসইসি চেয়ারম্যান

সময়: সোমবার, মে ১৯, ২০২৫ ১২:৫৮:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার উন্নয়নে গৃহীত নির্দেশনাগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে আজ রোববার (১৯ মে) অর্থমন্ত্রণালয়ে যাচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বেলা ১১টায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়। আজকের বৈঠকে ওই নির্দেশনাগুলোর বাস্তবায়ন কৌশল ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

উল্লেখযোগ্য নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:
১. সরকারি মালিকানাধীন বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত শেয়ারবাজারে আনতে ব্যবস্থা নেওয়া।
২. গত দুই-তিন দশকে গড়ে ওঠা সম্ভাবনাময় বড় বেসরকারি কোম্পানিগুলোকে প্রণোদনার মাধ্যমে বাজারে আনার উদ্যোগ।
৩. বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার কার্যক্রম চালু।
৪. অনিয়ম বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
৫. বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ারবাজার থেকে বন্ড বা শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহে উৎসাহিত করা।

সূত্র জানায়, আজকের বৈঠকে বিএসইসি চেয়ারম্যান এককভাবে অংশ নেবেন।

Share
নিউজটি ১৯৭ বার পড়া হয়েছে ।
Tagged