নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব সভায় কোম্পানিগুলো ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৫ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করবে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ও ইপিএস (আর্নিংস পার শেয়ার) ঘোষণা করতে পারে।
বোর্ড সভা আহ্বান করা কোম্পানিগুলো হলো: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, বার্জার পেইন্টস, ইসলামিক ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ফাইন্যান্স, চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বে-লিজিং এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স।
ডিভিডেন্ড ঘোষণা আসছে যেসব কোম্পানি থেকে:
সানলাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ফাইন্যান্স, চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাবের ওপর ভিত্তি করে ডিভিডেন্ড ঘোষণা করবে। আর বার্জার পেইন্টস তাদের ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
মেঘনা লাইফ, সানলাইফ, ফার্স্ট ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ফাইন্যান্স, চার্টার্ড ইসলামী লাইফ এবং বে-লিজিং জানুয়ারি-মার্চ ২০২৫ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে।
আগামী ২৯ জুন (শনিবার) বে-লিজিং, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, চার্টার্ড ইসলামী লাইফ, ইউনিয়ন ক্যাপিটাল, সানলাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল হাউজিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ৩০ জুন (রবিবার) বার্জার পেইন্টস, ইসলামিক ফাইন্যান্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা বসবে।
উল্লেখ্য, এসব কোম্পানির ঘোষণার পর বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।


