পপুলার লাইফ ইন্স্যুরেন্সের  ডিভিডেন্ড ঘোষণা

সময়: রবিবার, জুন ২৯, ২০২৫ ১১:৪৯:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের অন্যতম প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মধ্যে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণের ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করে এই ডিভিডেন্ড সুপারিশ করেছে।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এজিএম-এ অংশগ্রহণ ও ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।

ডিভিডেন্ড ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানটি সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিমা খাতে ধারাবাহিকভাবে ভালো ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যে পপুলার লাইফ একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত।

 

Share
নিউজটি ১৩২ বার পড়া হয়েছে ।
Tagged