প্রধান উপদেষ্টার নির্দেশনায় শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানি আনতে আলোচনা

সময়: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৮:১৫:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত শেয়ারবাজারে আনার লক্ষ্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (৯ জুলাই) বিএসইসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরীসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসইসি জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারি মালিকানাধীন বিদেশি বা বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ ও কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে গত ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শেয়ারবাজারের স্থিতিশীলতা এবং উন্নয়নে করণীয় নির্ধারণে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা শেয়ারবাজার উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেন, যার মধ্যে দ্রুত সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা অন্যতম।

বিএসইসি জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে শেয়ারবাজারের কাঙ্ক্ষিত উন্নয়নে কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে।

Share
নিউজটি ১৭৯ বার পড়া হয়েছে ।
Tagged