নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত এই ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, স্পন্সর ও পরিচালকরা ২ কোটি ৪০ লাখ শেয়ার ধারণ করেন, অন্যদিকে সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে ১ কোটি ৬০ লাখ (আইপিও) শেয়ার। ঘোষিত ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বাবদ সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে মোট ৮০ লাখ টাকা বিতরণ করা হবে।
এ সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ভেন্যুর তথ্য পরবর্তীতে জানানো হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর ২০২৫।


