নিজস্ব প্রতিবেদক: সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমে যাওয়ায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ কমায় বাজারে তারল্য প্রবাহ বেড়েছে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট ট্রেজারি বিলের সুদের হার নেমে দাঁড়িয়েছে ১০.১৪% থেকে ১০.৪৩%, যা জুন মাসের শেষে ছিল ১২ শতাংশের বেশি। একইভাবে, দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হারও নেমে এসেছে প্রায় ১০ শতাংশে। বিশ্লেষকদের মতে, সুদের হার কমায় ব্যাংকগুলো বিকল্প বিনিয়োগ খাত, বিশেষত শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী হতে পারে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, সরকারের ঋণ চাহিদা কমে যাওয়াতেই এই পরিবর্তন এসেছে। চলতি অর্থবছরের জুলাই মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে মোট ৭ হাজার ৪৩৮ কোটি টাকা ঋণ নিয়েছে, তবে ফেরত দিয়েছে ৪ হাজার ৩৫০ কোটি টাকা। ফলে নিট ঋণ গ্রহণ দাঁড়িয়েছে মাত্র ৩ হাজার ৮৭ কোটি টাকা।
ব্যাংক কর্মকর্তাদের মতে, সরকার এখন বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি সুদে ঋণ না নিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ শতাংশ নীতিগত হারে ঋণ নিচ্ছে। এতে সরকারের ঋণ ব্যয় কমছে এবং ব্যাংকগুলোর হাতে থাকা অতিরিক্ত অর্থ লাভজনক খাতে বিনিয়োগের সুযোগ পাচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, ট্রেজারি বিল ও বন্ডের আকর্ষণ কমায় ব্যাংক ও অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারের দিকে ঝুঁকতে পারে। এতে বাজারে নতুন তারল্য প্রবাহ তৈরি হবে এবং বিনিয়োগে গতি আসবে। এছাড়া, সরকারের বিদেশি ঋণ সহজলভ্য হওয়ায় অভ্যন্তরীণ ব্যাংকের ওপর চাপ কমেছে, যা শেয়ারবাজারের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।


