অস্বাভাবিক দর বৃদ্ধিতে বিকন ফার্মার শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা

সময়: বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১১:২৪:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিকন ফার্মা লিমিটেড-এর শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঝুঁকি বিবেচনা করে সতর্কভাবে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার।

ডিএসই সূত্রে জানা গেছে, বিকন ফার্মার শেয়ার দরে হঠাৎ এই অস্বাভাবিক উত্থান কেন ঘটছে তা জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। ডিএসইর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

লেনদেনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১২ আগস্ট বিকন ফার্মার শেয়ার দর ছিল ১০৬ টাকা ৭০ পয়সা। আর ২৬ আগস্ট লেনদেন শেষে শেয়ারটির দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ মাত্র ১০ কার্যদিবসে শেয়ারটির দর ৩৪ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।

এই অস্বাভাবিক দর বৃদ্ধি নিয়ে ডিএসই বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, স্বল্প সময়ে এমন বড় উত্থান বিনিয়োগ ঝুঁকি বাড়াতে পারে।

 

Share
নিউজটি ৩২৬ বার পড়া হয়েছে ।
Tagged