নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেড রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের উদ্যোগ নিলেও, আবারও ব্যর্থ হয়েছে। কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর আবেদন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দ্বিতীয়বারের মতো বাতিল করে দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কনফিডেন্স সিমেন্ট চেয়েছিল রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলন করতে। এই লক্ষ্যে তারা বিএসইসিতে আবেদন করলেও, কমিশন প্রাথমিকভাবে তা বাতিল করে। পরবর্তীতে, গত ১৫ জুলাই, কোম্পানিটি ডিএসইর মাধ্যমে আবেদন পুনর্বিবেচনার অনুরোধ জমা দেয়।
তবে, বিএসইসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত এবং রাইট শেয়ার ইস্যুর আবেদন পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।
এর ফলে, মূলধন সংগ্রহের ক্ষেত্রে কনফিডেন্স সিমেন্টের পরিকল্পনায় বড় ধাক্কা লাগল। কোম্পানিটির রাইট শেয়ার প্রক্রিয়া আবারও আটকে যাওয়ায় ভবিষ্যৎ বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


