নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করবে না শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়।
নিরীক্ষিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ১১ টাকা ৭৯ পয়সায়। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯ টাকা ৭৩ পয়সা। অর্থাৎ লোকসানের পরিমাণ আরও বেড়েছে।
অন্যদিকে আলোচ্য বছরে কোম্পানির প্রতি শেয়ার ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৬ পয়সা, যা আগের বছরের তুলনায় কিছুটা উন্নত। ২০২৩ সালে এই খাতের মান ছিল মাইনাস ১ টাকা ৬৯ পয়সা।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪ টাকা ৬ পয়সায়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর।


