বিদেশি বিনিয়োগ আকর্ষণে বন্ড বাজারে বড় পরিবর্তন আনছে বিএসইসি

সময়: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ৯:৫৯:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড এবং সবুজ বন্ড ইস্যুর সুযোগ তৈরি করতে ‘বিএসইসি (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১’ সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৭২তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসইসি এ তথ্য নিশ্চিত করে।

জনমতের জন্য খসড়া প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধনী প্রস্তাবের খসড়া কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে। জনমত যাচাই ও পরামর্শ সংগ্রহের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন বিনিয়োগের দিগন্ত
বিএসইসি মনে করছে, এই সংশোধনী কার্যকর হলে—

পুঁজিবাজারে টেকসই অর্থায়নের লক্ষ্য পূরণ সহজ হবে।

বৈচিত্র্যময় বন্ড বাজার গড়ে উঠবে।

সামাজিক, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক প্রকল্পে বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করবে। এতে পুঁজিবাজারে নতুন অর্থপ্রবাহ তৈরি হবে, যা দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

 

Share
নিউজটি ১০৯ বার পড়া হয়েছে ।
Tagged