সূচক কমলেও বেড়েছে লেনদেন

টানা পতনের পর ডিএসইতে সূচক ও লেনদেনে ইতিবাচক গতি

সময়: শনিবার, অক্টোবর ৪, ২০২৫ ৮:১৮:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বেশিরভাগ কোম্পানির দরপতনের মাঝেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে দেড় হাজার কোটি টাকার বেশি। সেই সঙ্গে সূচক ও লেনদেন—দুটো ক্ষেত্রেই দেখা গেছে ইতিবাচক পরিবর্তন।

বিশ্লেষণ বলছে, টানা তিন সপ্তাহের পতনের পর বিনিয়োগকারীরা কিছুটা আস্থা ফিরে পেয়েছেন, যার প্রভাব পড়েছে সূচক ও বাজার মূলধনে।

? বাজার মূলধনে ইতিবাচক প্রবৃদ্ধি
সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬১৫ কোটি টাকা, যা ০.২২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

আগের সপ্তাহে বাজার মূলধন ১ হাজার ১৮ কোটি টাকা কমেছিল। তারও আগে দুই সপ্তাহে বাজার মূলধন হ্রাস পেয়েছিল যথাক্রমে ১৪৬ কোটি টাকা ও ৩ হাজার ১৮০ কোটি টাকা।

? সূচক ফিরেছে উত্থানে
প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ০.৬৬ পয়েন্ট বা ০.০১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৩৪.৮০ পয়েন্ট (০.৬৪%)।
এরও আগের দুই সপ্তাহে সূচকটি কমেছিল ৭৩.৮৫ পয়েন্ট ও ৯০.৫০ পয়েন্ট। অর্থাৎ টানা তিন সপ্তাহে প্রায় ১৯৮ পয়েন্ট পতনের পর সূচক ফিরে এসেছে উত্থানে।

অপরদিকে, ইসলামী শরিয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ০.৫১ পয়েন্ট বা ০.০৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৬.৭৩ পয়েন্ট (০.৫৭%)।

তবে, বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ২১.২০ পয়েন্ট বা ১.০১ শতাংশ, যা আগের সপ্তাহের তুলনায় বেশি পতন।

? লেনদেনে গতি ফিরে এসেছে
গত সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৬২০ কোটি ১০ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকা থেকে প্রায় ৩৬ কোটি ৩৪ লাখ টাকা বা ৬.২৩% বেশি।
অর্থাৎ লেনদেনের পরিমাণ ও তারল্য উভয়ই কিছুটা উন্নতি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে বাজারে এখনও সতর্ক মনোভাব বিরাজ করছে। তবে মূল্যসূচকের সামান্য উত্থান এবং বাজার মূলধন বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।

 

Share
নিউজটি ১০৬ বার পড়া হয়েছে ।
Tagged