খেলাপি ঋণ মুছলেই নগদ পুরস্কার: বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায় বদলে যাচ্ছে ব্যাংকিং সংস্কৃতি

সময়: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৯:১০:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক এবার মন্দ ও ক্ষতিজনক ঋণ (bad & loss loan) অবলোপনের (write-off) পাশাপাশি ঋণ আদায়ে সফল কর্মকর্তাদের নগদ পুরস্কারের সুযোগ রেখে নতুন নীতিমালা জারি করেছে। দীর্ঘদিন অনাদায় থাকা ঋণ হিসাব থেকে মুছে ফেলতে এখন থেকে ব্যাংকগুলোকে শতভাগ নিরাপত্তা সঞ্চিতি (provisioning) রাখতে হবে এবং ঋণগ্রহিতাকে অন্তত ৩০ দিন আগে লিখিতভাবে অবহিত করতে হবে।

রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর অনুরোধ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

? দীর্ঘদিনের অনাদায় ঋণ অবলোপনের সুযোগ
বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়েছে, বছরের পর বছর ধরে অনাদায়ি ঋণ ব্যালান্স শিটে প্রদর্শিত হওয়ায় ব্যাংকগুলোর আর্থিক বিবরণীতে ‘মন্দ ও ক্ষতিজনক’ ঋণের পরিমাণ ক্রমেই বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসারে এসব অনাদায় ঋণ অবলোপনের সুযোগ দেওয়া হয়েছে, যাতে ব্যাংকের আর্থিক বিবরণী বাস্তব অবস্থার প্রতিফলন ঘটায়।

নীতিমালা অনুযায়ী, টানা দুই বছর “মন্দ ও ক্ষতিজনক” শ্রেণিতে থাকা ঋণ অবলোপন করা যাবে। তবে গ্রাহক ঋণ পরিশোধ না করা পর্যন্ত খেলাপি হিসেবেই চিহ্নিত থাকবেন। সেই কারণে অবলোপনের আগে লিখিত নোটিশ পাঠানো বাধ্যতামূলক।

? পুরোনো খেলাপি ঋণ আগে বাদ
নতুন নির্দেশনায় বলা হয়েছে, যেসব ঋণের আদায়ের সম্ভাবনা নেই বা অত্যন্ত ক্ষীণ, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা যাবে। তবে অবলোপনের আগে অন্তত ৩০ কর্মদিবস আগে ঋণগ্রহিতাকে নোটিশ পাঠাতে হবে।

আগের নিয়মে বলা ছিল—কোনো ঋণ টানা দুই বছর মন্দ ও ক্ষতিজনক না হলে সেটি অবলোপন করা যাবে না।

? সফল কর্মকর্তাদের জন্য নগদ পুরস্কার
নতুন প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবলোপনকৃত ঋণ আদায়ে সফল কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়ার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব নীতিমালা অনুযায়ী প্রণোদনা প্রদানের ব্যবস্থা করতে হবে। কোনো ব্যাংকের এ–সংক্রান্ত নীতিমালা না থাকলে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে তা তৈরি করতে হবে।

আগের নিয়মে অবলোপনকৃত ঋণ আদায়ের ৫ শতাংশ অর্থ প্রণোদনা হিসেবে দেওয়া হতো, যার মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেতেন ১০ শতাংশ, আর অন্যান্য কর্মকর্তারা পেতেন ৯০ শতাংশ।

? ব্যাংকিং খাতে নতুন দৃষ্টান্ত
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, নতুন নীতিমালা ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ পুনরুদ্ধারের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনবে। একই সঙ্গে এটি ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উৎসাহ জোগাবে, যা খেলাপি ঋণ আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

Share
নিউজটি ৬৮ বার পড়া হয়েছে ।
Tagged