ম্যারিকো অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড জমা

দ্বিতীয় প্রান্তিকে ৫০০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে ম্যারিকো বাংলাদেশ

সময়: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১২:২৭:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) আয়ের ভিত্তিতে ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২৫।

এর আগে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৫) শেষে ম্যারিকো বাংলাদেশ ৬০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হয়েছে।

Share
নিউজটি ৬৭ বার পড়া হয়েছে ।
Tagged