ডমিনেজ স্টিল ২০২৫ অর্থবছরের জন্য ঘোষণা করল নগদ ডিভিডেন্ড

সময়: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ১১:১৬:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, এটি কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য নগদভাবে প্রদানযোগ্য ছোটখাট ডিভিডেন্ড।

? ইপিএস ও আর্থিক অবস্থা
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩ পয়সা।
শেয়ারহোল্ডারদের জন্য নিট সম্পদমূল্য (NAVPS) ৩০ জুন, ২০২৫ তারিখে দাঁড়িয়েছে ১৭ টাকা ১৩ পয়সা।

? বার্ষিক সাধারণ সভা (AGM)
ডমিনেজ স্টিলের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১:৩০টায়।
এই এজিএমে অংশগ্রহণের জন্য ২০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

? বিশ্লেষণ
যদিও EPS সামান্য বৃদ্ধি পেয়েছে, কোম্পানির ডিভিডেন্ড খুবই সীমিত, যা বিনিয়োগকারীদের জন্য বড় প্রভাব ফেলতে পারবে না। বিশেষ করে যারা নগদ প্রবাহের দিক থেকে আস্থা রাখেন, তাদের জন্য ডিভিডেন্ডের মাত্রা খুবই ন্যূনতম।

 

Share
নিউজটি ৫৮ বার পড়া হয়েছে ।
Tagged