নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সঙ্গে সাক্ষাৎ করেন আইসিএসবি’র নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসেন সাদাত, এফসিএস, এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
বৈঠকে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা, আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা এবং বিনিয়োগকারীদের আস্থা দৃঢ় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও নীতি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে বিএসইসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালা রুখ, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এবং পরিচালক মো. মনসুর রহমান।
অন্যদিকে, আইসিএসবি’র প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্ট হোসেন সাদাত, এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান, এফসিএস এবং সেক্রেটারি ইন-চার্জ ও সিনিয়র নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. শামিবুর রহমান, এফসিএস।
বৈঠকের শেষে উভয় প্রতিষ্ঠানই বাংলাদেশের শেয়ারবাজারকে আরও স্বচ্ছ, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে সমন্বিত উদ্যোগে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


