দুই মাসের মধ্যে সব সংস্কার সম্পন্নের ঘোষণা দিলেন বিএসইসি চেয়ারম্যান

সময়: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ১০:৫৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যেই চলমান সব সংস্কার কার্যক্রম শেষ করা হবে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে দেশের শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে চেয়ারম্যান বলেন, “আমরা একযোগে বাজার সংস্কারের কাজ করছি। মার্জিন রুল, মিউচুয়াল ফান্ড বিধিমালা, আইপিও নীতিমালা ও করপোরেট গভর্নেন্স কোড—সবই যুগোপযোগীভাবে হালনাগাদ করা হচ্ছে। ন্যায়সংগত ও কার্যকর সংস্কারের মাধ্যমে আগামী দুই মাসের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বিগত অনিয়মের জবাবদিহি নিশ্চিত, বাজারে স্বচ্ছতা আনা এবং নেগেটিভ ইকুইটি সমস্যার সমাধান—এসব বিষয়কেই কমিশন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খুব শিগগিরই এর ইতিবাচক প্রভাব বিনিয়োগকারীরা অনুভব করবেন।”

ব্রোকারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “বাজার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আত্মবিশ্বাস হারালে চলবে না।”

সভায় শেয়ারবাজারের বর্তমান অবস্থা, সংস্কার পরিকল্পনা ও বাজার স্থিতিশীলতা নিয়ে বিস্তর আলোচনা হয়। ব্রোকারেজ প্রতিনিধিরা কারসাজি দমন, বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা, নেগেটিভ ইকুইটি সমাধান, অনলাইনে বিও অ্যাকাউন্ট পুনরায় চালু এবং গুণগত কোম্পানির সরাসরি তালিকাভুক্তি বিষয়ে প্রস্তাব দেন।

এছাড়া বৈঠকে ই-কেওয়াইসি কার্যক্রম, ডিভিডেন্ড বকেয়া নিষ্পত্তি, এক্সচেঞ্জের সক্ষমতা বৃদ্ধি এবং ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’ পুনর্মূল্যায়ন নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বিএসইসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ ও মোঃ সাইফুদ্দিন।

অন্যদিকে ব্রোকারেজ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএ প্রেসিডেন্ট ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, আইল্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, ইউসিবি স্টক ব্রোকারেজের সিইও মোহাম্মদ রহমত পাশা, এবং লংকাবাংলা সিকিউরিটিজের সিইও ও পরিচালক খন্দকার সাফফাত রেজাসহ অন্যান্য শীর্ষ নির্বাহীরা।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged