নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড চলতি অর্থবছরের আর্থিক ফলাফলে বিনিয়োগকারীদের হতাশ করেছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি কোনো লভ্যাংশ (নো ডিভিডেন্ড) ঘোষণা করেনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে ওরিয়ন ফার্মা প্রতি শেয়ারে ১ টাকা ৭৭ পয়সা লোকসান (EPS -1.77 টাকা) করেছে। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৩৬ পয়সা মুনাফা (EPS 1.36 টাকা) করেছিল। অর্থাৎ এক বছরে কোম্পানিটির মুনাফা থেকে বড় ধরনের লোকসানে নেমে এসেছে।
২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর বিকাল পৌনে ৫টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫।


