নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগে এক ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের ওপর মোট ১৬ কোটি ১০ লাখ টাকা জরিমানা আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এনফোর্সমেন্ট বিভাগের চারটি পৃথক আদেশের মাধ্যমে এসব অর্থদণ্ড দেওয়া হয়।
কমিশন জানায়, এর মধ্যে একজন ব্যক্তিকে ৫ কোটি টাকা এবং তিন প্রতিষ্ঠানকে মিলিয়ে ১১ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে আদেশটি জারি হয় গত ১৬ নভেম্বর, আর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তিনটি আদেশ দেওয়া হয় ৬ নভেম্বর।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
অন্যদিকে, তিন প্রতিষ্ঠানের মধ্যে ইসলাম এন্টারপ্রাইজকে ৫ কোটি ২৫ লাখ টাকা, রাইয়ান ট্রেডিংকে ২ কোটি ৭৩ লাখ টাকা, এবং ফারুক এন্টারপ্রাইজকে ৩ কোটি ১২ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
বিএসইসির ব্যাখ্যায় বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেন কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে—তাদের কার্যকলাপ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯-এর সেকশন ২২ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৮ লঙ্ঘন করেছে। এসব অপরাধ শাস্তিযোগ্য হওয়ায় কমিশন আইনি ক্ষমতাবলে জরিমানা আরোপ করেছে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, জরিমানাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ৩০ দিনের মধ্যে কমিশনের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রদান না করলে সিকিউরিটিজ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।


