নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থা, ব্যবসার ধরণ ও শরিয়াহ নির্দেশনার সাথে সামঞ্জস্য বিবেচনা করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের শরিয়াহ সূচকে বড় ধরনের হালনাগাদ করেছে। নিয়মিত পুনর্মূল্যায়নের অংশ হিসেবে নতুন তালিকায় একটি প্রতিষ্ঠান যোগ হয়েছে, আর বাদ পড়েছে পূর্বের ১০টি কোম্পানি।
রোববার সিএসই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৩৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে মূল্যায়নের পর চলতি সমন্বয়ে শরিয়াহ সূচকে মোট ১১২টি কোম্পানি অন্তর্ভুক্ত থাকবে। নতুন তালিকা আগামী ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
সর্বশেষ পর্যালোচনায় হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি নতুন করে সূচকে স্থান পেয়েছে। কোম্পানিটির আর্থিক অবস্থা ও ব্যবসায়িক প্রকৃতি শরিয়াহ নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সূচকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, নির্ধারিত শরিয়াহ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় সূচক থেকে বাদ পড়েছে মোট ১০টি প্রতিষ্ঠান। এগুলো হলো—
এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
সিএসই জানিয়েছে, বিনিয়োগকারীদের জন্য শরিয়াহভিত্তিক একটি নির্ভরযোগ্য বিনিয়োগ কাঠামো ধরে রাখতে নিয়মিতভাবে কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম, ঋণ-সংক্রান্ত অনুপাত ও সুদভিত্তিক আয়ের হিসাব বিশ্লেষণ করা হয়। প্রয়োজন অনুযায়ী সূচকে সমন্বয় আনা হয়ে থাকে।
বিশ্লেষকদের মতে, শরিয়াহ সূচকে নতুন কোম্পানি যুক্ত হওয়া বা পুরোনো প্রতিষ্ঠান বাদ পড়া—দুই ক্ষেত্রেই সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারদাম ও লেনদেনে প্রভাব পড়তে পারে। তাই নতুন তালিকা কার্যকর হওয়ার পর বাজারে কিছু প্রতিক্রিয়া দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।


