সূচক কমলেও বেড়েছে লেনদেন

অস্থির লেনদেনে পতনের ধারা অব্যাহত শেয়ারবাজারে

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:১৯:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক দরপতনের প্রভাবে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে শেয়ারবাজারের প্রধান সূচক। দিনের শুরুতে সূচকে সামান্য ঊর্ধ্বগতি থাকলেও পুরো লেনদেনজুড়ে সূচকে অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা যায়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর হ্রাস পেয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ারবাজারে যেমন একটানা সূচক পতনের রেকর্ড হয়, তেমনি ধারাবাহিক উত্থান ও লেনদেন বৃদ্ধির মাধ্যমেও নতুন রেকর্ড তৈরি হয়। ফলে বর্তমান দরপতন নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বরং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করে বিনিয়োগ কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দিচ্ছেন তারা। তাদের মতে, বর্তমান বাজারে ভালো মৌলভিত্তির শেয়ার বাছাই করে কিনে রাখলে ভবিষ্যতে উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। তাই দরপতনের সময় মানসম্মত শেয়ার ক্রয়কে ইতিবাচক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩১ দশমিক ৪১ পয়েন্টে, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৯ নভেম্বর ডিএসইএক্স ছিল ৪ হাজার ৮৪৬ দশমিক ৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ০ দশমিক ৮১ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ কমেছে ৯ দশমিক ৩৫ পয়েন্ট এবং অবস্থান করছে ১ হাজার ৮৫৯ দশমিক ৮৫ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৯টির শেয়ারের দর বেড়েছে, ২৫৪টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণে দেখা যায়, ডিএসইতে এদিন প্রায় ৩০৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেন ছিল প্রায় ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৭২ কোটি ৬৪ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকার। আগের দিন সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫ কোটি ৮১ লাখ টাকা।

সিএসইতে আজ লেনদেন হওয়া ১৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৭৯টির দর কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৮ দশমিক ৫৭ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৮৩ দশমিক ০২ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৬১ বার পড়া হয়েছে ।
Tagged