নিজস্ব প্রতিবেদক: একীভূতকরণ প্রক্রিয়াকে চূড়ান্ত পর্যায়ে নিতে পাঁচটি ব্যাংকের সব শেয়ারহোল্ডারের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বর্তমান মালিকরা আনুষ্ঠানিকভাবে কর্তৃত্ব হারিয়েছেন এবং ব্যাংকগুলোর সার্বিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের হাতে ন্যস্ত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পাঁচ ব্যাংকের সম্পদ ও দায় (অ্যাসেট–লাইবিলিটি) সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তরের ক্ষেত্রে এখন আর কোনো আইনি কিংবা নীতিগত প্রতিবন্ধকতা নেই।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূতকরণ প্রক্রিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।
এর আগে গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সে সময়ই একীভূত হওয়া ব্যাংকগুলোর শেয়ারমূল্য শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
তবে শেয়ারবাজারে বিনিয়োগকারী সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ক্ষতিপূরণ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে আলাদাভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


