সংরক্ষিত মুনাফা ঘাটতিতে কেএন্ডকিউ’র স্টক ডিভিডেন্ড বাতিল

সময়: সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ৮:৫০:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশের পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পর্যাপ্ত সংরক্ষিত মুনাফা না থাকায় কোম্পানিটির ঘোষিত ৬ শতাংশ স্টক ডিভিডেন্ডে সম্মতি দেওয়া হয়নি বলে জানিয়েছে কমিশন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কে অ্যান্ড কিউ বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তারা বিএসইসির কাছে আবেদন জানাবে।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। মূল উদ্দেশ্য ছিল কোম্পানিটির পরিশোধিত মূলধন বৃদ্ধি করা।

এর আগে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কেএন্ডকিউ ৬ শতাংশ স্টক ডিভিডেন্ডের পাশাপাশি ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত দিয়েছিল। সংশ্লিষ্ট অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৪৯ পয়সা, যেখানে আগের অর্থবছরে ইপিএস ছিল মাত্র ৬৭ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছর ছিল ৯৯ পয়সা। পাশাপাশি ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১০১ টাকা ৭২ পয়সায়।

এদিকে, বিএসইসির এ সিদ্ধান্তের প্রভাব পড়ে কোম্পানিটির শেয়ারবাজারে। সোমবার লেনদেনে কে অ্যান্ড কিউ বাংলাদেশের শেয়ারদর ৮ টাকা ৮০ পয়সা কমে ৩৭২ টাকা ১০ পয়সায় নেমে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১৮২ টাকা ১০ পয়সা এবং সর্বোচ্চ ৪৯৮ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

Share
নিউজটি ৪২ বার পড়া হয়েছে ।
Tagged