আর্থিক সক্ষমতায় অনন্য উচ্চতায় রাষ্ট্রায়ত্ত শিপিং কর্পোরেশন

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫ ১:৫৬:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) তার ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আর্থিক সাফল্য অর্জন করেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি কর পরবর্তী নিট মুনাফা করেছে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা, যা বিএসসির দীর্ঘ যাত্রায় সর্বোচ্চ।

সোমবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের বোট ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ এই অভাবনীয় সাফল্যের তথ্য উপস্থাপন করা হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী অর্থবছরে বিএসসির মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৭৯৮ কোটি ২৮ লাখ টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির মোট ব্যয় ছিল ৪১৬ কোটি ২৭ লাখ টাকা। এসব হিসাব শেষে কর পরবর্তী নিট মুনাফা ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা হওয়ায় শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

এজিএমে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ ক্রয় করতে সক্ষম হয়েছে বিএসসি, যা প্রতিষ্ঠানের শক্তিশালী আর্থিক অবস্থানের প্রতিফলন।

সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক কোম্পানির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছর শেষে বিএসসির মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮২ কোটি ৯২ লাখ টাকা।

তিনি আরও জানান, চীনা সরকারের ঋণ সহায়তায় কেনা ৬টি জাহাজের মধ্যে বর্তমানে ৫টি সফলভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি নিজস্ব অর্থায়নে ক্রয় করা দুটি বাল্ক ক্যারিয়ারের একটি—‘এমভি বাংলার প্রগতি’—ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে। অপরটি ‘এমভি বাংলার নবযাত্রা’ আগামী জানুয়ারিতে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সভায় জানানো হয়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে অতিরিক্ত ৪টি মাদার ট্যাঙ্কার ও বাল্ক ক্যারিয়ার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য চাহিদা বিবেচনায় ১২টি নতুন কন্টেইনার জাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৬টির নির্মাণকাজ ইতোমধ্যে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-এর অর্থায়নে শুরু হয়েছে।

রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও রেকর্ড মুনাফা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

Share
নিউজটি ৬০ বার পড়া হয়েছে ।
Tagged