নিজস্ব প্রতিবেদক: ১৮ জানুয়ারি ২০২৬, রোববার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ১০ লাখ ৭৩ হাজার ৭২০টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ১ লাখ ১০ হাজার ৮৯৯টি শেয়ার ৩৮৯.৩০ টাকা থেকে ৪২৫ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকা।
দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN)। কোম্পানিটির ৬৪ হাজার ৩১৯টি শেয়ার ৪৬০ টাকা থেকে ৪৮৫ টাকা দরে লেনদেন হয়, যার মোট মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক (BRACBANK)। কোম্পানিটির ৩ লাখ ৬ হাজার শেয়ার ৬৭.৯০ টাকা থেকে ৭০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকা।
চতুর্থ স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স (CRYSTALINS)। কোম্পানিটির ১ লাখ ৬০ হাজার শেয়ার ৭৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা।
পঞ্চম স্থানে রয়েছে এপেক্স স্পিনিং (APEXSPINN)। কোম্পানিটির ৫৬ হাজার ৯৯৯টি শেয়ার ১৮৭.১০ টাকা থেকে ১৯৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা।
ষষ্ঠ স্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিম (LOVELLO)। কোম্পানিটির ৫৩ হাজার শেয়ার ৬৬.৫ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৩৫ লাখ ২৫ হাজার টাকা।
সপ্তম স্থানে রয়েছে রহিম টেক্সটাইল (RAHIMTEXT)। কোম্পানিটির ১০ হাজার শেয়ার ২১০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২১ লাখ টাকা।
অষ্টম স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ (KBPPWBIL)। কোম্পানিটির ৪০ হাজার শেয়ার ৪৮.৭ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৯ লাখ ৪৮ হাজার টাকা।
নবম স্থানে রয়েছে প্রাইম ব্যাংক (PRIMEBANK)। কোম্পানিটির ৬০ হাজার শেয়ার ৩০.৬ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৮ লাখ ৩৬ হাজার টাকা।
দশম স্থানে রয়েছে ওয়ালটন হাইটেক (WALTONHIL)। কোম্পানিটির ৪ হাজার ৭৩০টি শেয়ার ৩৫১ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৬ লাখ ৬০ হাজার টাকা।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে—
বিএসআরএম স্টিলস (BSRMSTEEL): ২০ হাজার শেয়ার, ৬৭.৭ টাকা দরে, মোট ১৩ লাখ ৫৪ হাজার টাকা।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস (SQURPHARMA): ৪ হাজার শেয়ার, ২১৩ টাকা দরে, মোট ৮৫২ হাজার টাকা।
সিমটেক্স (SIMTEX): ৪০ হাজার শেয়ার, ২১ টাকা দরে, মোট ৮৪০ হাজার টাকা।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স (PRAGATILIF): ৫ হাজার শেয়ার, ১৪৮ টাকা দরে, মোট ৭৪০ হাজার টাকা।
যমুনা ব্যাংক (JAMUNABANK): ৩৫ হাজার শেয়ার, ২০.৭ টাকা দরে, মোট ৭২৫ হাজার টাকা।
উত্তরা ব্যাংক (UTTARABANK): ২৫ হাজার শেয়ার, ২৩.৫ টাকা দরে, মোট ৫৮৮ হাজার টাকা।
এশিয়াটিক ল্যাবরেটরিজ (ASIATICLAB): ১১,৯৯৯ শেয়ার, ৪৬.৫ টাকা দরে, মোট ৫৫৮ হাজার টাকা।
ব্যাংক এশিয়া (BANKASIA): ২৯,১৭৫ শেয়ার, ১৮.৬ টাকা দরে, মোট ৫৪৩ হাজার টাকা।
রিলায়েন্স ওয়ান (RELIANCE1): ৩৭,৫৯৯ শেয়ার, ১৪.১ টাকা দরে, মোট ৫৩০ হাজার টাকা।


