২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

১০ কোম্পানির কোম্পানির বোর্ড সভা ঘোষণা

সময়: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৪১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশনস, ২০১৫-এর ১৬(১) ধারা অনুযায়ী তালিকাভুক্ত ১০ কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের সভার সময়সূচি প্রকাশ করেছে। ঘোষিত এসব সভায় মূলত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক (Q2) এবং একটি ক্ষেত্রে তৃতীয় প্রান্তিক (Q3)-এর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, Hakkani Pulp Industries Ltd. (HAKKANIPUL)-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ১২টায়। সভায় কোম্পানির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Atlas Bangladesh Ltd. (ATLASBANG) জানিয়েছে, তাদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার বিকেল ৩টায়। সভায় দ্বিতীয় প্রান্তিকের (Q2) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

এছাড়া Bengal Windsor Thermoplast Ltd. (BENGALWTL)-এর বোর্ড সভা নির্ধারিত হয়েছে ২৫ জানুয়ারি ২০২৬, রোববার বিকেল ৪টা ৩০ মিনিটে। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Usmani Glass Sheet Limited. (USMANIAGL) জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টায়। সভার আলোচ্যসূচিতে থাকবে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।

ভোগ্যপণ্য খাতের বহুজাতিক কোম্পানি Marico Bangladesh Limited. (MARICO)-এর বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ১২টায়। তবে এ সভায় কোম্পানির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (Q3) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইস্পাত খাতের কোম্পানি BSRM Steel Ltd. (BSRMSTEEL)-এর বোর্ড সভা নির্ধারিত হয়েছে ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের বিষয়টি আলোচনায় আসবে।

একই দিনে Bangladesh Steel Re-Rolling Mills Ltd. (BSRMLTD)-এর বোর্ড সভা অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

বস্ত্র খাতের কোম্পানি Rahim Textile Mills Ltd. (RAHIMTEXT)-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এছাড়া Malek Spinning Mills Ltd. (MALEKSPIN)-এর বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিকেল ২টা ৪৫ মিনিটে। সভার আলোচ্যসূচিতে থাকবে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।

Walton Hi-Tech Industries PLC. (WALTONHIL) জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায়। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ডিএসই সংশ্লিষ্টরা মনে করছেন, একসঙ্গে একাধিক কোম্পানির প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশের ফলে আগামী দিনগুলোতে শেয়ারবাজারে সংশ্লিষ্ট শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে।

Share
নিউজটি ৭ বার পড়া হয়েছে ।
Tagged