নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান Olympic Industries Limited ব্যবসায়িক পরিসর আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে। গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নারায়ণগঞ্জে জমি ক্রয় এবং ‘তৃপ্তি ইন্ডাস্ট্রিজ’ নামে একটি নতুন কোম্পানিতে উদ্যোক্তা শেয়ার কেনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। মঙ্গলবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
ভবিষ্যতে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নারায়ণগঞ্জের মদনপুর মৌজায় ১৯ দশমিক ২৫ ডেসিমেল জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ দশমিক ৭৫ লাখ টাকা। জমি ক্রয়ের মূল মূল্যের পাশাপাশি ভ্যাট, ট্যাক্স ও রেজিস্ট্রেশন সংক্রান্ত সব ধরনের ব্যয় কোম্পানির নিজস্ব তহবিল থেকেই পরিশোধ করা হবে। নতুন অবকাঠামো নির্মাণের উদ্দেশ্যেই এই বিনিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়া পর্ষদ সভায় ‘তৃপ্তি ইন্ডাস্ট্রিজ’ নামের একটি নতুন প্রতিষ্ঠানে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে ২০ লাখ টাকা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের ২ লাখ সাধারণ শেয়ারের বিপরীতে এই বিনিয়োগ করা হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০৮ সালের আগে ‘তৃপ্তি ইন্ডাস্ট্রিজ’ নামে একটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত ছিল, যা পরবর্তীতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত হয়। দীর্ঘদিন পর একই নামে নতুন করে আবারও একটি কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত নতুন তৃপ্তি ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৫০ লাখ টাকা। কোম্পানির ব্যবসার ধরন সম্পর্কে জানানো হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট খাত নির্ধারণ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই নতুন উদ্যোগ ভবিষ্যৎ অর্থবছরগুলোতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সামগ্রিক মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আর্থিক পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। আলোচ্য সময়ে কোম্পানিটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৭২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯১ শতাংশ বেশি। একই সময়ে নিট মুনাফা বেড়ে হয়েছে ২০১ কোটি টাকা, যেখানে আগের অর্থবছরে নিট মুনাফা ছিল ১৮৩ দশমিক ৪০ কোটি টাকা। শক্তিশালী মুনাফার ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করেছে।


