সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের সামান্য পতনে লেনদেন শেষ, বাজার ঘুরে দাঁড়াবে প্রত্যাশা

সময়: রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৪২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় আজও (২৫ জানুয়ারি, ২০২৬) সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরও নিম্নমুখী ছিল। তবে বাজার সংশ্লিষ্ট ও অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন, এই পতনে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই।

তাদের মতে, আগের সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে সূচকের যে ধারাবাহিক উত্থান দেখা গেছে, শেষ দুই দিনে সেই গতি কিছুটা কমেছে। এরপরের দুই দিন এবং আজকের লেনদেন মিলিয়ে বাজার এখনো সামগ্রিকভাবে উত্থানধারার মধ্যেই রয়েছে। এমন পরিস্থিতি বাজারে স্বাভাবিক বলেই মনে করছেন তারা। সামনের দিনগুলোতে আগের তুলনায় সূচক ও লেনদেন আরও উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২ দশমিক ১৪ পয়েন্টে। একই দিনে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭ দশমিক ৬৬ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ কমেছে ১৫ দশমিক ০৬ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৭ দশমিক ৮১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ার দর।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ৫২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫৩৬ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৯ কোটি ৬২ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৪৭ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭০টির এবং ১৮টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৮ দশমিক ৩৬ পয়েন্টে। এর আগের দিন এই সূচক ২৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged